Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ ইং | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.০৯°সে
শিরোনাম
কালাম মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ বাদুরা পর্যন্ত দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ইরানে সরকার উৎখাতের জন্য হামলা চালিয়েছিল ইসরায়েল: আয়াতুল্লাহ খামেনি বন্দর নিয়ে সিদ্ধান্ত না পাল্টালে কঠোর কর্মসূচি, রোডমার্চের ঘোষণা জেলা সখিপুর থানা মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে ২টি বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব ৭ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসে বিদ্যুৎ বিল নিয়ে চলছে অনিয়ম — ভোগান্তিতে সাধারণ জনগণ নান্দাইলে সাবেক এমপিও মন্ত্রী কন্যা -চেয়ারম্যান সহ ১৩৭ জনের নামে কোর্টে অভিযোগ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে রথযাত্রা অনুষ্ঠিত ‎উৎসাহ ও উদ্ধীপনার মধ্যে দিয়ে মিরসরাইয়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সখিপুর আশরাফ ব্যাপারীর কান্দি বা এলাকা থেকে অজ্ঞাতনামা পরিচয় এক কিশোরী লাশ উদ্ধার করছে সখিপুর থানা পুলিশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।


‎বুধবার ২৫ জুন  চট্টগ্রাম মেডিকেল  হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব ৭। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়।

‎অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান জানান::  প্রায় ৭০জন আটকের পর যাচাই-বাছাই করে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন রয়েছেন যাদেরকে এর আগেও আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছেন।


‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক সূত্র জানা যায় : বুধবার সকালে র‌্যাবের একটি দল এসে পুরো হাসপাতাল ঘিরে ফেলে। ওয়ার্ডে থাকা রোগী ও রোগীর স্বজনদের যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ৭০জনকে আটক করে র‌্যাব। পরে এদের মধ্যে থেকে ২১জনকে থানায় নিয়ে যাওয়া হয়। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত চলে র‌্যাবের এ অভিযান।

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবে টানাটানি, রোগীর জিনিসপত্র ও মোবাইল চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত দালালরা। এসব দালালদের কারণে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ অতিষ্ঠ। অবশেষে র‌্যাবের অভিযানের মাধ্যমে দালালদের আটক করা সম্ভব হয়েছে। এর আগেও নানা সময় অভিযানে আটক হয় অনেক দালাল। কিন্তু সাজা ভোগ করার পরও একই কাজে নেমে পড়ে দালালেরা। ফলে এবার পূর্বে আটক হওয়া দালালদের সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে।

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান: র‌্যাবের অভিযানে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালে দালালচক্র সক্রিয় রয়েছে। রোগীদের জিনিসপত্রসহ মোবাইল চুরির ঘটনা অহরহ ঘটছে। এ বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারেই অতিষ্ঠ আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক। এ হাসপাতালটি দালালমুক্ত হোক।

‎জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক জানান: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আটক দালালদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন। তারা একই অপরাধ বার বার করায় তাদের বেশি সাজা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রামে ২টি বস্তায় ৫০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব ৭
প্রতিবন্ধী নারীকে ঘুষের বিনিময়ে মুক্তি দিল কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ
নান্দাইলে অসাধু ভূমি খেকো চক্রের বিরুদ্ধে, জোর পূর্বক ভূমি দখলের চেষ্টার অভিযোগ
হাফেজ আহমদ মনসুরের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
নান্দাইলে পুলিশবেশী অপরাধীর বিচার চায় এলাকাবাসী
নারীর শ্লীলতাহানির অভিযোগে পূর্বধলা উপজেলার ছাত্রদলের আহবায়ককে বহিষ্কার

আরও খবর

error: Content is protected !!